উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন

কমলগঞ্জের মুন্সীবাজার-রামেশ্বরপুর সড়কের কাজে অভিযোগ

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৮:০৩ পিএম
কমলগঞ্জের মুন্সীবাজার-রামেশ্বরপুর সড়কের কাজে অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার হতে রামেশ্বরপুর সড়কের সংস্কার কাজের মান অনিয়মে এলাকাবাসী কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেন।  

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী  মাও. হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রির্পোট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন- "রাস্তাটির কাজে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদার দেবাংশু দেবনাথ, সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে