জামালপুরের মাদারগঞ্জের ৩ নং গুণারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ও তার সহোদর ভাই ইসমাইলের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা,লুটপাট ও মারধোরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এসময় বক্তব্য রাখনে, ভুক্তভোগী বাদল প্রামানিক ও চামেলী বেগম।
ভুক্তভোগী বাদল প্রামানিক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আমরা আমাদের পৈতৃক ২০ শতাংশ সম্পত্তিতে বসবাস করে আসছি। গত শুক্রবার স্থানীয় ভূমিদস্যু বিএনপি নেতা সাইফুল ও ইসমাইল এর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভোর রাতে এসে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। আধাপাকা দুটি ঘর, রান্না ঘর ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় ভূমিদস্যুরা। এসময় বাঁধা দিতে গেলে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়।
ভুক্তভোগী চামেলী বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরী করে বাড়ি করেছিলাম। ভোররাতে আমাদের উপর শারীরিক নির্যাতন করেছে। আমার সব নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। আমরা ঝড়বৃষ্টির রাতে সন্তানসহ বাইরে ছিলাম। আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ আসলেও আমাদের সহযোগিতা করে নাই।
এ ব্যাপারে গুণারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যা অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার জমিতেই বসতবাড়ি করেছিলাম। এলাকার সবাই জানে। খোজ নিয়ে দেখতে পারেন।