কিশোরগঞ্জে বাজিতপুর নিকলী কুলিয়ারচর অষ্টগ্রাম সহ হাওর অঞ্চলে শীতের মধ্যে বিভিন্ন সড়ক পথ ও নৌ পথে চুরি ও ডাকাতি বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর সরারচর ও হিলচিয়া রোডে গত কয়েকদিন ধরে ২-৩ টি ডাকাতি ঘটনা ঘটে গেছে। এদিকে নৌ পথে নিকলী শিংপুর, ছাতিরচর ও বাজিতপুরের ঘোড়াউত্রা নদীতে সন্ধ্যার পর নৌ ডাকাতি ঘটনা ঘটছে। অষ্টগ্রাম উপজেলার দেওঘর এলাকায় চুরির সন্দেহে ২জনকে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। এরা হলেন শাহ জাহান মিয়া ও মোঃ নাছির উদ্দিন। তাদের গ্রামের বাড়ী বি-বাড়িয়া জেলার চাতলপাড় এলাকায় ও নাছিরের গ্রামের বাড়ী অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। ভোর সাড়ে ছয়টায় ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে তারা মারা যান। তিনি জানান তাদের মধ্যে শাহ জাহান চিহ্নিত গরুচোর। তার নামে একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।