পাকুন্দিয়ায় বিদ্যুপৃষ্টে যুবকের মৃত্যু

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ১২:৫৪ পিএম
পাকুন্দিয়ায় বিদ্যুপৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চলাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে হিরামন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার কোদালিয়া গ্রামের খলিল হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত হিরামন কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন বলে জানা যায়।

জানা যায়, হিরামন সকালে নিজ বাড়ির বসতঘরে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে অসাবধানতবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহন হন। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিরামনকে মৃত ঘোষণা করেন। 

পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে