সাটুরিয়ায় ইট ভাটার ধোয়ায় ফষল নষ্ট, ইটভাটা বন্ধ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৬:২৩ পিএম
সাটুরিয়ায় ইট ভাটার ধোয়ায় ফষল নষ্ট, ইটভাটা বন্ধ

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মঙ্গলবার দুপুরে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অবস্থিত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড কে এক লক্ষ টাকা জরিমানাসহ বন্ধ করে দিয়েছেন ইটভাটার  সকল কার্যক্রম ও বিচ্ছিন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ। 

 অপরদিকে ভাটার ধোয়ায় ঐ এলাকার  কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা  বুধবার  (২১মে) দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। 

উল্লেখ্য অভিযুক্ত ওই ইট খোলার নির্গত গরম বাতাস ও কালো ধোয়ায় ৭৫ কৃষকের প্রায় এক হাজার বিঘা ক্ষেতের ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠে। 

 এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণ ও তিন ফসলি জায়গায় স্থাপিত ওই ব্রিকস ফিল্ড  বন্ধ করার জন্য একটি অভিযোগ পত্র জমা দেন।

ইটের ভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ক্ষতি নিয়ে মঙ্গলবার (২০ মে) দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। 

এদিকে অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে  সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েই ওই অভিযুক্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডে  সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ একটি   টিম মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলী ভূমিতে  দীর্ঘদিন যাবত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটখোলাটি পরিচালিত হয়ে আসছে। ইটখোলাটির  নির্গত গরম গ্যাস ও কালো ধোয়ায় এক কিলোমিটারের মধ্যে কৃষকদের ধান ক্ষেত সহ কৃষিজাত পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগের ওপর তদন্ত প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ভিত্তিতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড কে এক লক্ষ টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।  

তিনি আরো বলেন, এসময় বিচ্ছন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ।  অপরদিকে ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা  বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে