যশোরের অভয়নগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ‘সেবা গ্রীন’ নামে হরমোন জাতীয় ওষুধ বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজগার/এসএএও কোয়াটারের সামনে (১০০মিলি) চার (৪) বোতল সেবা গ্রীন ওষুধ বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, এসআই(ডিএসবি) ইদ্রিস আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ৩ ফেব্রুয়ারি-২০২৫ উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মীম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে সেবা এগ্রো কেমিক্যালসের তৈরি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ‘সেবা গ্রীন’ নামে হরমোন জাতীয় চার বোতল ওষুধ জব্দ করা হয়। এরপর জব্দ করা ওষুধ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
কৃষি কর্মকর্তা আরও বলেন, বুধবার (২১ মে) বিসিএসআইআর ল্যাবে পাঠানো ওই ওষুধের পরীক্ষার রিপোর্ট হাতে আসে। রিপোর্ট সেবা গ্রীন ওষুধের মান নিম্ন (নিম্নমানের) উল্লেখ করে বিনষ্টের নির্দেশনা পাওয়া যায়। বৃহস্পতিবার(২২মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজগার/এসএএও কোয়াটারের সামনে সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে চার বোতল (১০০ মিলি) সেবা গ্রীন ওষুধ বিনষ্ট করা হয়। এখন খামারবাড়ি ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।