চোট কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তন, জয়হীন বিদায় সান্তোসের

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০৬:৪১ পিএম
চোট কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তন, জয়হীন বিদায় সান্তোসের

দীর্ঘ প্রতীক্ষার পর ফের চেনা মাটিতে ফিরলেন নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামার মুহূর্তটিকে ঘিরে ছিল অপার উন্মাদনা, প্রত্যাশা আর আবেগ। কিন্তু সেই প্রত্যাবর্তনের রাতে দলই তাকে হতাশ করল। কোপা দো ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় বিভাগের দল সিআরবির বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সান্তোস।

শুক্রবার (২৩ মে) কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল সান্তোস ও সিআরবি। প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ফিরতি ম্যাচেও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় সিআরবি, আর হতাশা নিয়েই বিদায় নিতে হয় নেইমারদের।

চোট কাটিয়ে দীর্ঘ পাঁচ সপ্তাহ পর এদিনই প্রথম মাঠে নামেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে নেইমারকে মাঠে নামান সান্তোসের কোচ। মাঠে নামার পর পরই দুটি দারুণ পাসে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তার সতীর্থরা। ম্যাচের একেবারে শেষদিকে বক্সের মধ্যে চোখধাঁধানো কারিকুরির পর শট নিলেও তা ফিরিয়ে দেন সিআরবির গোলরক্ষক। যদিও টাইব্রেকারে প্রথম শটটি নিখুঁতভাবেই জালে জড়ান নেইমার।

কিন্তু শেষ পর্যন্ত তার একক চেষ্টায় লাভ হয়নি দলের। সান্তোস বিদায় নেয় প্রতিযোগিতা থেকে। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে নেইমার বলেন, “আমি জানি মাঠে নামলে আমি পার্থক্য গড়ে দিতে পারি। তবে সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। আমাদের সবাইকে একসঙ্গে খেলতে হবে, পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।”

গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে শততম ম্যাচে চোট পান নেইমার। ভিলা বেলমিরো স্টেডিয়ামে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচের পর দীর্ঘ বিশ্রাম শেষে এই ম্যাচেই ফিরেছিলেন মাঠে।

কোপা দো ব্রাজিল মূলত ইংল্যান্ডের এফএ কাপ বা স্পেনের কোপা দেল রে’র আদলে গঠিত একটি নকআউট প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় ৯২টি ক্লাব। এই টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর সান্তোস এখন ব্রাজিলিয়ান লিগ নিয়েই ভাবছে। কিন্তু সেখানেও অবস্থান ভালো নয় দলটির। নয় ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে তলানির কাছাকাছি অবস্থান করছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

অন্যদিকে, নেইমারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছয় মাসের চুক্তিতে চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরেছিলেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুলাইয়ে। এই সময়ে চোটের কারণে ইতোমধ্যেই ১০টি ম্যাচ খেলতে পারেননি তিনি। সান্তোস তাকে নিয়ে নতুন করে ভাবছে, চুক্তি নবায়ন হবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নেইমারের প্রত্যাবর্তনের দিনটিতে আরও একবার দেখা গেল তার প্রতি মানুষের ভালোবাসা। হোটেল ছাড়ার সময় ভক্তদের এমন ভিড় হয় যে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিরাপত্তাবেষ্টনী। সেখানেই ভক্তদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন নেইমার। এমন দৃশ্য কেবল তার মতো তারকাদের ক্ষেত্রেই দেখা যায়।

এখন সবার চোখ নেইমারের ওপর—ফিরে কি তিনি আবারও দলকে গতি দিতে পারবেন? নিজের ফর্ম খুঁজে পেয়ে সান্তোসকে টিকিয়ে রাখতে পারবেন লিগে? সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।