‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে (২৫ মে) রোববার সকালে পাকুন্দিয়া ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ভূমি সেবাকে জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। শহর থেকে গ্রামের প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষ এখন থেকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ভিপি নবায়ন সহ ভূমি সংক্রান্ত জটিল কাজ গুলো অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন দিয়েও ঘরে বসে করতে পারছেন। কোন দুষ্কৃতিকারী যেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফয়দা না লুটতে পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। যে কোন প্রয়োজনে ভূমি সেবা প্রত্যাশিদের সরাসরি এ্যাসিল্যান্ডের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর রাকিবুল আলম ছোটন ও সিদ্দিক হোসেন রিপন, পৌর জামায়াতের সভাপতি মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মো. মোখলেছুর রহমান। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলার স্টল থেকে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা বিনামূল্যে পাওয়া যাবে।