ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ধীমান মজুমদার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম,
উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,ইন্সটেক্টর মোঃ মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,করুনা মন্ডল প্রমূখ। সভায় অংশ গ্রহনকারী কৃষক ও সুফলভোগীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন।