মতলব উত্তরে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও সভা

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৫:৫১ পিএম
মতলব উত্তরে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও সভা

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি মেলা ২০২৫ উদযাপন হয়েছে। এ উপলক্ষে রোববার (২৫ মে-২০২৫) উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ভূমি মেলা চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক শামসুজ্জামান ডলার ও আরাফাত আল-আমিন, সেবা গ্রহীতা বাবলু মেম্বার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ভূমি অনলাইন সেবায় সম্পূর্ণ দূর্নীতি মুক্ত কার্যক্রম। তাই সবাই ঘরে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করবেন। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে