নবাবগঞ্জে শিশু ধর্ষণ ঘটনায় বৃদ্ধ গ্রেফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৩:০৫ পিএম
নবাবগঞ্জে শিশু ধর্ষণ ঘটনায় বৃদ্ধ গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে শিশু ধর্ষণের  ঘটনায়  অজির উদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দিবাগত রাত ২ টায় উপজেলার মতিহারা বাজার এলাকা থেকে অজির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।  অজির উদ্দিন (৫৮) উপজেলার মতিহারা কালিয়া গ্রামের  মৃত  আব্বাস আলীর ছেলে। 

পুলিশ জানান, অজির উদ্দিন  গত ২৪ মে সন্ধ্যা ৭ টায় তার নিজ রুমে ৯ বছরের এক শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরে সেই  শিশুর পিতা  বাদী হয়ে অজির উদ্দিনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায়  শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

আপনার জেলার সংবাদ পড়তে