আগামী ৩ দিনের আবহাওয়া যেমন থাকবে: আবহাওয়া অধিদফতর

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:০২ পিএম
আগামী ৩ দিনের আবহাওয়া যেমন থাকবে: আবহাওয়া অধিদফতর

দেশের কিছু জায়গায় তীব্র শীত প্রবাহিত হচ্ছে। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়; রাজশাহী; যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়ার এই ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ঘন কুয়াশাও থাকবে অনেক এলাকায়।

উত্তর বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থানীয় আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে কম রয়েছে বাংলাদেশে।


আপনার জেলার সংবাদ পড়তে