কয়রায় স্থানীয় জনগোষ্ঠী অংশগ্রহণে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রনয়ন ও অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদে হলরুমে নব পল্লব প্রজেক্টের সহযোগীতায় ও প্রাক্টিক্যাল একশ্যান বাংলাদেশর বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তৃতা রাখেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল মোঃ কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, ইউপি সচিব, এম এম রানা, শান্তনু অধিকারী, ইউপি সদস্য বিভূতি ভূষন রায়, শাহানারা জামাল,সিএনারএস এর প্রজেক্ট ম্যানেজার মোস্তাক মাহমুদ, ফ্রেন্ডশিপের আতাউর রহমান, প্রাক্টিক্যাল একশ্যান বাংলাদেশের প্রদীপ চন্দ্র কর্মকার, সাজ্জাদ হোসেন,শহীদ হোসেন প্রমুখ।