দিনাজপুরের চিরিরবন্দরে পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মে সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ ইছামতি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, আইসিটি অফিসার মাইদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সেমিনারে সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কন্ঠ শিল্পী, নাপিত, মুচি, কামার,বাঁশ মালী, প্রতিমা শিল্পীসহ সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।