আশাশুনিতে রেইন ফর লাইফ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৭:৩৫ পিএম
আশাশুনিতে রেইন ফর লাইফ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

আশাশুনিতে রেইন ফর লাইফ : ইন্টিগ্রেটেড ক্লাইমেট এডাপটিভ ওয়াটার অ্যান্ড এগ্রিকালচার সলিউশন্স ফর কমিউনিটি অ্যান্ড ইকো সিস্টেম রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কোস্টাল জোন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাব সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ড্যানিস মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এর সহায়তায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্পের অপারেশন ম্যানেজার শফিকুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রজেন্টেশন উপস্থাপন করেন, প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক। আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্ম্মন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। উপকূলীয় অঞ্চলে কমিউনিটি ও পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিতভাবে পানি, কৃষি ব্যবস্থাপনা এবং প্রকৃতিভিত্তিক সমাধান কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজনে সহায়তা করতে প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। সাতক্ষীরা জেলার আশাশুনি, বাগেরহাটের মোংলা ও বরগুনার পাথরঘাটা উপজেলার ৯০ হাজার মানুষকে প্রকল্পের আওতায় পানি নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং প্রকৃতি ভিত্তিক সমাধানে সমন্বিত ভাবে কাজ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে