শ্রীমঙ্গলে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০৭ এএম
শ্রীমঙ্গলে গাঁজাসহ এক  মাদক কারবারী  গ্রেফতার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর আরামবাগ এলাকা থেকে মাদক কারবারি মুন্না রবিদাস (২৫) কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে। ওসি আরো জানান, মাদক কারবারি মুন্না রবিদাস রাজনগর থানার দক্ষিণখার পাড়া এলাকার মৃত ঠাকুরা রবিদাসের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে