রুয়েট শিক্ষার্থী সুজয় রবিদাসের পরিবারে ইউএনও’র আর্থিক অনুদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৭:৩২ পিএম
রুয়েট শিক্ষার্থী সুজয় রবিদাসের পরিবারে ইউএনও’র আর্থিক অনুদান

নওগাঁর ধামইরহাটে রবিদাস পরিবারের  দরিদ্র শিক্ষার্থী ও রুয়েট শিক্ষার্থী সুজয় রবিদাসের উচ্চ শিক্ষা গতিশীল করার লক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা প্রশাসন। ২৮ মে বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দক্ষিন চকযদু গ্রামের দুধনাথ রবিদাস (মিনতা)এর মেধাবী সন্তান সুজয় রবিদাসকে পৌরসভা ও উপজেলা পরিষদের অর্থ হতে উচ্চ শিক্ষা গতিশীলের লক্ষে তার বাবার হাতে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ এবং পৌর প্রশাসক মোছাঃ জেসমিন আক্তার। এ সময় উপজেলা একাডমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা সকল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার বলেন,‘ সুজয় রবিদাস শুধু রুয়েট নয় বুয়েটেও চান্স পেয়েছিল, পছন্দের বিষয় পাওয়ায় রুয়েটে সে ভর্তি হয়, তার বাবা দুধনাথ রবিদাস বাজারে খোলা আকাশের নিচে অতি ক্ষুদ্র ব্যবসা করেন, তার আবেদনের প্রেক্ষিতে পৌরসভার ও পরিষদের ফান্ড থেকে এই সহযোগিতা, আমি সমাজের শিক্ষানুরাগী বিত্তশালীদের এই রকম মেধাবীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আহবান জানাবো ।’


আপনার জেলার সংবাদ পড়তে