দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৭:৩৯ পিএম
দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

"শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ মে থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫এর উদ্বোধন হয়েছে। 

রাজশাহীর দুর্গাপুরে ২৮ মে বুধবার দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সেমিনার কক্ষে সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ রুহুল আমিন এর 

সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হুদা,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ তাজুল ইসলাম, কর্মকর্তা নাসরিন বেগম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।