জেলার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামে শনিবার দিবাগত রাত দুইটার দিকে গো-খাদ্যের পালায় আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রবিবার সকালে ওই গ্রামের রুবেল ঘরামী অভিযোগ করে বলেন, দুর্বৃত্তদের আগুনে তার সম্পূর্ণ গো-খাদ্য (খড়কুটা) পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরও জানান, এরপূর্বে তার ইজিবাইজের ব্যাটারি চুরি হয়েছে। পর পর দুইটি ঘটনায় তিনি চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। উজিরপুর মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।