কালিয়াকৈরে যুবলীগ নেতা গ্রেফতার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের যুবলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার কুয়ারচালা এলাকার বারেক মার্কেট এলাকার আব্দুর রহমান ওরফে রকমান চৌকিদারের ছেলে রিপন হোসেন (৩৪)। তিনি মধ্যপাড়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) যোবায়ের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।