পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার পিরোজপুর জেলা বিএনপি ও এর সগহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালন করে।
সকাল সাড়ে ৬ টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করে। পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরান খতম করা হয় হয়।
সকাল ১০ টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য অ্যাড. আবুল কালাম আকন, শ্রমিক দল সভাপতি আব্দুস ছালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসের, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, কামরুজ্জামান চান, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক অ্যাড. রহিমা আক্তার হাসি, যুবদল আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব মাসুদ শেখ, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মনির শরীফ, সদস্য সচিব মোঃ তৌহিদ প্রমুখ।
সভায় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিদেশী শক্তির সহায়তায় দেশে ৭৫ এর ন্যায় ফের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। কিন্তু আগ্রাসী শক্তি জানে না যে, এক জিয়া শহীদ হলেও দেশের ঘরে ঘরে লাখো কোটি জিয়া রয়েছে। যার প্রমান শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল জনগনের প্রত্যক্ষ ভোটে তিন তিনবার এ দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে দেশ পরিচালনা করেছে। বিএনপি বিনা ভোট বা রাতের ভোটে বিশ্বাসী নয়। বিএনপি আবারো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া স্বপ্ন বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ । আলোচনাসভা শেষে দোয়া মোনাজাত করা হয়। দুপুরে জুমা নামাজ বাদ মাদ্রাসার ইয়াতিমখানায় খাবার পরিবেশন করা হয়।