১৩ হাজার কোটি টাকা বাংলাদেশকে ঋণ দিচ্ছে জাপান: প্রেস সচিব

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০২:৫৮ পিএম
১৩ হাজার কোটি টাকা বাংলাদেশকে ঋণ দিচ্ছে জাপান: প্রেস সচিব

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে ১.০৬৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ কোটি ৫৮ লাখ ৭০০ টাকা।  

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

চুক্তি স্বাক্ষর হয়েছে জানিয়ে স্ট্যাটাসে লিখেন, ‘বাংলাদেশকে বাজেট-সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তির জন্য মোট ১.০৬৩ বিলিয়ন ডলার (১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) দেবে জাপান। চুক্তি অনুযায়ী, জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে উন্নয়ন ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার (৪১ কোটি ৮ লাখ ডলার) দেবে। এ ছাড়া ৬৪১ মিলিয়ন ডলার (৬৪ কোটি ১০ লাখ ডলার) দেবে যা জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে খরচ করা হবে। অন্যদিকে বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।’

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের সঙ্গে জাপানের বেশ কয়েকটি বিষয়ে চুক্তি ও  সমঝোতা স্মারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে