সুন্দরবনের অজগর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৪:২৭ পিএম
সুন্দরবনের অজগর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত

সুন্দরবন হতে লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ৮ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। এর আগে উপজেলার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে অজগর সাপটি স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তাৎক্ষণিক বন কর্মিরা সহ ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। সাপটি ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজন ছিল। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ)  মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে