রাজশাহীর বাঘায় বাল্যবিবাহ বন্ধ করে কনে পক্ষের অভিভাবকের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। শুক্রবার (৩০ মে) দুপুর ১২টায় পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজারপাড়া গ্রামে বাল্য বন্ধ করে এই জরিমানা করা হয়েছে।
জানা গেছে, পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজামপাড়া গ্রামের স্থানীয় নবম শ্রেণির ছাত্রীর (১৫) সাথে পাশে কেশবপুর গ্রামের এক যুবকের শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। সেই মোতাবেক কনের বাড়িতে রান্নার আয়োজন চলছিল। দাওয়াতি লোকজনও আসতে শুরু করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিত টের পেয়ে কনের পিতা-মাতা পালিয়ে যায়। এ সময় কনের মামা রেজাউল করিমের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনে স্থানীয় আলাইপুর উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির ছাত্রী। তার ক্লাস রোল ৩ ছিল বলে জানা গেছে।
পাকুড়িয়া ইউনিয়নের ৫ নম্বর কেশবপুর ওয়ার্ড মেম্বর নিজামুল হক মুনু বলেন, বিষয়টি জানা ছিলনা। ইউএনও কনের বাড়িতে এসে বাল্য বিয়ের অপরাধে মেয়ের অভিভাবকের ১০ হাজার টাকা জরিমানা করার পরে জানতে পেরেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের অভিভাবকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।