খাজরা বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ক সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৮:০৭ পিএম
খাজরা বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ক সভা

আশাশুনি উপজেলার খাজরা বাজারের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান মালিক ও বাজার কমিটির উদ্যোগে বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে বাজার চান্নিতে এ সভার আয়োজন করা হয়। 

বাজার কমিটির সভাপতি মোঃ সাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় ব্যবসায়ী মিজানুর রহমান গাইন, পরিমল ঘোষ, চৈতন্য সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজসহ ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সামনে রাতে পর্যাপ্ত লাইটিং স্থাপন, নিরাপত্তা প্রহরীর রাত্রিকালীন ডিউটি নিশ্চিতকরণ, ব্যবসা প্রতিষ্ঠানে চুরিরোধ, বণিক সমিতি গঠনসহ বেশ কিছু ব্যবসা বান্ধব সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে