ফের দুই দিনের রিমান্ডে মমতাজ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৮:০৮ পিএম
ফের দুই দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হামলা-ভাঙচুরের মামলায় চার দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক তাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে শেষে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। আদালতের বিচারক হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুরের মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরপর গত ২৭ মে দ্বিতীয় বারের মতো সিংগাইরের হত্যা মামলার নিয়মিত হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। ওই দিন আদালত শুনানি শেষে জামিন নামুঞ্জুর করে মমতাজকে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। 

উল্লেখ্য, ২০১৩ সালে হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে