ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে নিহত ১০, ধ্বংসস্তূপের নিচে আটকা?

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ১২:৫৫ পিএম
ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে নিহত ১০, ধ্বংসস্তূপের নিচে আটকা?

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথরের খনি ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার পাওয়া গেছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত তথ্যেই এমন খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩০ মে) সকালে পশ্চিম জাভার সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরাতে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকা থেকে মৃতদেহ টেনে বের করার চেষ্টা করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বড় পাথর ও মাটির স্তূপ ধসে পড়ার পর ঘন ধুলোর ভেতর লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্ট করে বলা যায়নি। তিনটি খননযন্ত্রসহ ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং শনিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমার্নি জানিয়েছেন, কষ্টসাধ্য উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে এক ডজন আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুলিশ, জরুরি কর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক - মোট পাঁচটি খননযন্ত্রসহ - এখনও আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্বল মাটির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নতুন করে ধসের ঝুঁকি রয়েছে বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে