হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৮ এএম
হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৮ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা ইয়াছমিন বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন শেষে অফিস কক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। পরেরদিন  সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন গিয়ে দেখেন অফিসের তালা খোলা। অফিসের জিনিসপত্র এলোমেলো। পরে খোঁজ নিয়ে দেখা যায় একটি রাউটার ও সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়েছে। যাদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।  উল্লেখ্য এর আগেও এ প্রাথমিক বিদ্যালয়ে পরপর দুবার টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে