কালিয়াকৈরে এডিশনাল ডিআইজির বাড়িতে ডাকাতি নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল লুট কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকাস্থ এডিশনাল ডিআইজি (রেলওয়ে হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, ডাকাত দলের সদস্যরা এডিশনাল ডিআইজির বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে তার পিতা নাজমুল হাসান সহ সবাইকে জিম্মি করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।