মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচার ও ৫ দফা দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৩:৩২ পিএম
মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচার ও ৫ দফা দাবীতে মানববন্ধন

গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচার ও ৫ দফা দাবীতে মুন্সীগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূূচিতে মানবাধিকার কর্মী,সাংবাদিক , শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। দৈনিক আমার দেশ,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানব বন্ধনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শহীদ ই হাসান তুহিন,সহ-সভাপতি  গুলজার হোসেন বাংলাদেশ প্রতিদিনের মো: জসিম উদ্দিন ব্ক্তব্য রাখেন। এসময় মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন আবীর,প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদ আহমেদ মামুন, মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মো: রতন, এনটিভির মাঈনুদ্দিন সুমন,নাগরিক টিভির জুয়েল রানা,দৈনিক প্রথম আলোর ফয়সাল হোসেন, দৈনিক বাংলার শিহাব আহমেদ,মানবাধিকার কর্মী সুবির,সাংবাদিক ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে অধিকারের সমন্বয়ক আরাফাত বাবু বর্তমান অর্ন্তবর্তি সরকারের কাছে গুমের শিকার ব্যাক্তিদের অনুসন্ধান,গুমের শিকার ব্যাক্তিদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব পরিচালনা এবং সম্পতি ব্যবস্থাপনার সুযোগ,গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ,গুমের সাথে জড়িত সকল ব্যাক্তিকে আইনের আওতায় এনে আর্ন্তজাতিক আদালতে বিচারের দাবী জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে