ফুলবাড়িয়ায় পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৭:৫৫ পিএম
ফুলবাড়িয়ায় পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম তরফদার বাড়িতে চাচাতো ভাই বোন পানিতে পড়ে   মৃত্যু বরণ করেছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস। আজ রবিবার দুপুর ১টার দিকে বাড়ির পুকুরে খেলতে গিয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শরিফ উদ্দিন তরফদারের একমাত্র ছেলে মিরাজ সাড়ে ৬ বছর ও আব্দুল লতিফের একমাত্র মেয়ে লিজা সাড়ে ৫ বছর। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। আজ রাত ৮টায় তাদের নিজ বাড়ীতে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।