বাঘায় অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি বাণিজ্যের অভিযোগ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৪:২৩ পিএম
বাঘায় অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি বাণিজ্যের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক ৯ জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে ৪৮ লাখ ৯০ হাজার টাকা আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ জুন) দুপুরে ভূক্তভূগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে আড়পাড়া গ্রামের ভুক্তভূগী একলাসুর রহমান বলেন, অফিস সহকারী পদে চাকরির জন্য আমার সাথে অধ্যক্ষের ১০ লক্ষ টাকার চুক্তি হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর অধ্যক্ষকে ২ লক্ষ টাকা দেন। একই গ্রামের আবুল বাছেদ বাচ্চুকে নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার জন্য ৫ লক্ষ টাকার চুক্তি হয়। ২০১৯ সালের ২০ নভেম্বর ৩ লক্ষ টাকা দেন। একই গ্রামের নাইম উদ্দীনের সাথে ল্যাব এ্যাসিসটেন্ট পদে চাকরির জন্য ৮ লক্ষ টাকা চুক্তি হয়। ২০১৯ সালের ২০ অক্টোবর ৩ লক্ষ টাকা দেন তিনি। তেঁথুলিয়া শিকদার পাড়া গ্রামের মোরশেদ আলম বলেন, গ্রন্থাগারিক পদের জন্য ২০০৯ সালে দেড় লক্ষ টাকা দেন। ২০১০ সালে তাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগ ছিল ভূয়া। পরে টাকা ফেরত চেয়েও পাননি। তেঁথুলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না বলে দাবি করেন তিনি। তারা যড়যন্ত্র করে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে ৪৮ লক্ষ ৯০ হাজার টাকা নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, ভুক্তভোগীরা বাঘা প্রেস ক্লাবে ৩১ মে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও ২ জুন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং বিকালে লিখিত অভিযোগ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে