চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রপ ম্যানেজড অ্যাকুয়াফার রিচার্জ স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিনগর স্কুল ও কলেজ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। পরে ওই প্রতিষ্ঠান চত্বরে ফলজ গাছের চারা রোপণ করা হয়। এরআগে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী সামিউর রহমান। উল্লেখ্য পল্লী কর্মীসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।