চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছাবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.শহিদুল ইসলাম। পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন ইউএনও জাকির মুন্সী।