পাকিস্তানে টিকটকারকে গুলি করে হত্যা

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৫:৩০ এএম
পাকিস্তানে টিকটকারকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ (১৭) ইসলামাবাদে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত সোমবার ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্যা ট্রিবিউন। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাসায় ঢ়ুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। সানা ইউসুফ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। টিকটকে নানা ধরনের ভিডিও প্রকাশ করে অল্প সময়েই তিনি জনপ্রিয়তা পান। তার বিপুলসংখ্যক অনুসারী ছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় থাকতেন সানা। সেখানে তার বাড়িতে অতিথি সেজে এক ব্যক্তি প্রবেশ করে এবং তাকে কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে