মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে ঝরলো ৫ প্রাণ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ১১:৪৯ এএম
মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে ঝরলো ৫ প্রাণ

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ২ জন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানিয়েছেন, “মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। তবে যাত্রীবাহী সেই বাসটি পালিয়ে গেছে।”

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, “ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।”

আপনার জেলার সংবাদ পড়তে