বিনামূল্যে ১৫টি হুইলচেয়ার, ৫টি ট্রাইসাইকেল, ২টি কর্নার চেয়ার ও ৩টি ফোল্ডিং ওয়াকার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর”-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ২৫জন শারীরিক প্রতিবন্ধী নারী- পুরুষ- মধ্যে ওইসব উপকরন বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের জীবনকে কিছুটা সহজ করতে সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এসব উপকরণ দেয়া হয়।