ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বাড়িতে থাকা মটর স্টার্ট দেওয়ার সময় বিদুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে যান। এসময় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শারমিন বেগম কালীগঞ্জ উপজেলাধীন চাঁচড়া মাঠপাড়ার সাগর হোসেনের স্ত্রী। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খালিদ হাসান জানান, বিদুৎস্পৃষ্ট হওয়া শারমিন বেগমকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন।