পত্নীতলায় একলক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৩:৩২ পিএম
পত্নীতলায় একলক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে 'একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক পত্নীতলার প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যোগে ও স্থানীয় ১৬টি সামাজিক সংগঠনের সহায়তায় নওগাঁর পত্নীতলায় একলক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নজিপুর সরদারপাড়া বাইপাস সড়কের সরকারি কবরস্থান মোড়ে চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কার্যক্রমের যাত্রা শুরু হলো। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি আশাকরব বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগ অত্রাঞ্চলে পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে পত্নীতলা উপজেলা প্রশাসন ও নজিপুর পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে। 

উদ্বোধীন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী মন্টু, পউস এর প্রতিষ্ঠাকালীন সদস্য হাবিব সাত্তি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মারুফ হাসান, নজিপুর বাসষ্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ,জেড মিজান, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আছির উদ্দিন, বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। কর্মসূচীতে পউস এর ভলিন্টিয়ার, ১৬টি সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণে সহায়তা করেন। উদ্বোধনী দিনে নজিপুর সরদারপাড় বাইপাস সড়ক, সরকারি কবরস্থান, ফুলকুঁড়ি সড়কসহ কয়েক জায়গায় সহস্রাধিক জারুল, তমাল, শিমুল, ঝাও, কাঞ্চন, ছাতিম, সোনালু ও কৃষ্ণচুড়ার গাছের চারা রোপণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে