পবিত্র ঈদুল আজহার দিন দুপুর ১ টার সময় কয়রায় পুকুরে ডুবে তালহা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মহারাজপুর ইউনিয়নের হায়াতখালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। তালহা হায়াতখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের ইমাম আনারুল ইসলামের পুত্র। ঈদের আনন্দের দিনে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরে তালহা বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ।