খুলনার পাইকগাছায় হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে জিএম আসলাম হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী ১৪৯ পিস ইয়াবাসহ আটক হয়েছে। আসলাম যশোর থেকে প্রকাশিত একটি দৈনিকের কপিলমুনি প্রতিনিধি এবং শ্রীরামপুর এলাকার মৃত নূর আলী গাজীর ছেলে।স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে পাইকগাছা সেনা ক্যাম্পের সদস্যরা আসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৪৯ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এসময় তার বাড়ি থেকে ২টা মোবাইল ফোন, নগদ ১৪,১২৫ টাকা, ২টা পেনড্রাইভ, ৬ টা মাদক-সেবনের কর্ক, ১টা কয়েল পেপার, ২টা গ্যাস লাইট, ২টা মোমবাতি, ১টা মানিব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং-২। তাং ৭/৬/২৫। স্থানীয়রা জানায়, তার ছেলে লিপু একজন মাদক কারবারী। তবে অভিযানের সময় সে বাড়িতে ছিলনা।