কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুব দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গতকাল সোমবার সকাল ১০টায় বাজিতপুর বাজার হতে হাজার হাজার নেতাকর্মীরা বিজয় র্যালীতে অংশগ্রহণ করার পর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন। পুষ্পস্তপক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর তনয় উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান, জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট শাহ্ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, সাবেক যুবদল সভাপতি কায়ছার মোঃ রিপন, পৌর যুব দলের আহ্বায়ক তানভীরুল হক খান সোহেল, ফ্রিডম সোহেল, ওয়াসিমুল হক ওয়াসিম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিস বেগম প্রমুখ।