কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮জুন) বিকাল ৪ টার উপজেলা জামায়াতের কার্যালয়ে এই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন দীর্ঘ দেড় দশক পর আমরা খোলা ময়দানে কথা বলতে পারছি। যাদের রক্তের বিনিময় আমরা কথা বলতে পারছি সেই সব শহীদের আল্লাহ কবুল করে নিক। আগামি সংসদ নির্বাচনে তিনি জামায়াতের মনোনিত প্রার্থী। সেক্ষেত্রে কয়রা- পাইকগাছাবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করেন। তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছার জনসাধারণ যদি চাই তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অবহেলিত এই জনপদের মানুষের কল্যানে কাজ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি ও খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ও, এ্যাডঃ শাহ-আলম। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ সহ ইসলামি ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।