রাণীনগরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৮ জুন, ২০২৫, ০৯:৩৮ পিএম
রাণীনগরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা কালীগঞ্জ সড়কে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক,সম্পাদক ছোলাইমান আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,উপজেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হক বেলাল,যুবদল নেতা সবুজসহ উপজেলা , ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।