রংপুরের তারাগজ্ঞ উপজেলার খিয়ারের জুম্মা এলাকায় মাইক্রেবাসের ধাক্কায় মটর সাইকেল আরোহি মেডিকেল কলেজ ছাত্র তারেক মাহমুদ উৎস নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু জাকির হোসেন। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। আজ সোমবার রংপুর নগরীর লালবাগ এলাকায় তার জানাযা শেষে দাফন করা হয়েছে। নিহত উৎসের বাবা নগরীর দর্শনা স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নুরুজ্জামান বকুল। নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগজ্ঞ হাইওয়ে পুলিশের ওসি মোশারফ হোসেন।
পুলিশ ও স্বজনরা জানায় ঈদের ছুটিতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুদের নিয়ে নিহত মেডিকেল কলেজের শিক্ষার্থী উৎস ৩টি মটর সাইকেলে করে ৬ বন্ধু রোববার সকালে রংপুর থেকে দিনাজপুরের কান্তাজির মন্দির ও সৈয়দপুর বিমান বন্দর ঘুরতে বের হয়। রোববার রাত ৮ টার দিকে ৩টি মটর সাইকেলে ৬ বন্ধু রংপুরে ফিরছিলেন। ফেরার পথে তারাগজ্ঞ উপজেলার খিয়ার জুম্মা নেংটি ছেড়া ব্রীজের কাছে পৌছলে নিহত উৎসের মটর সাইকেলটি একটি ভ্যানের সামনে পড়ে। এ সময় সে ভ্যানটি ক্রস করে যাবার সময় বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের সামনে আকস্মিক ভাবে পড়ে উৎস। ওই সময় মাইক্রোবাসের ধাক্কায় উৎস গুরতর আহত হয়ে মটর সাইকেল সহ মহাসড়কে পড়ে গেলে ঘটনা স্থলেই উৎস নিহত হয়। আহত হয় মটর সাইকেলের পেছনে বসা বন্ধু জাকির হোসেন। খবর পেয়ে তারাগজ্ঞ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুুত ঘটনা স্থলে গিয়ে নিহত উৎসের লাশ উদ্ধার করে এবং আহত তার বন্ধু জাকিরকে উদ্ধার করে তারাগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে তারাগজ্ঞ হাইওয়ে পুলিশের ওসি প্রত্যাক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান নিহত উৎস মটর সাইকেল ড্রাইভ করলেও তার মাথায় কোন হেলমেট ছিলোনা। ভ্যানকে ক্রস করতে গিয়ে আকস্মিক ভাবে মাইক্রোবাসের সামনে পড়ে। এ সময় মাইক্রেবাসের ধাক্কায় তার মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত উৎসের বাড়ি রংপুর নগরীর লালবাগ এলাকায়। তার বাবা রংপুর নগরীর দর্শনা স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নুরুজ্জামান বকুল বলে তিনি জানান। আহত বন্ধ,ু জাকিরের বাড়ি নগরীর ধাপ এলাকায়। তবে তার আঘাত গুরতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। হাইওয়ে থানার ওসি মোশারফ হোসেন জানান ঘাতক মাইক্রেবাসটিকে তাৎক্ষনিক ভাবে আটক করা যায়নি তবে তাকে চিহ্নিত করে আটক করার ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে রাতেই নিহত মেডিকেল কলেজ ছাত্র উৎসের লাশ রংপুর নগরীর লালবাগ এলাকায় তার বাসায় নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত উৎসের চাচাতো ভাই আকবর হোসেন জানান নিহত উৎস মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলো।