মাদক ও অনলাইন জুয়া জিরো টলারেন্সে পৌছাতে হবে। এবিষয়ে কারো কোন প্রকার ছাড় নেই। মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সাংবাদিক ও পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। বর্তমান মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে এসব কথা বলেন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। ঈদের পরের দিন রোববা রাত ৯টায় কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদপূণর্মিলনী মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি পরিবারের পক্ষে প্রথমত নিজের সন্তানদের প্রতি নজরদারির পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের জনমতের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া সুষ্ঠ সমাজ ব্যবস্থার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এটাকে কিভাবে জিরো টলারেন্সে আনা যায় সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী দল এখানে দল,মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ৩১ দফার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট মতামত ব্যাক্ত করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা জাতীর বিবেক, কলম সৈনিক, আপনারা সমাজের সকল প্রকার অন্যায় কাজ ও অসঙ্গতির বিরুদ্ধে যেমন লিখবেন, তেমনি আমাদের জাতীয়তাবাদীদল বিএনপির পক্ষ থেকে একটি সুষ্ঠু ও উন্নয়নমুখী সমাজ ব্যবস্থার জন্য ৩১ দফার বিষয়ে তুলে ধরতে সকলকে আহবান জানান। পাইকগাছায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ পূর্ণমিলনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের আহ্বায়ক এইচ,এম, শফিউল ইসলাম। সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিয়া ফাউন্ডেশনের ডাইরেক্টর ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শেখ ইমাদুল ইসলাম, এম শাহাদাত হোসেন ডাবলু, শেখ হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ। এসময় কপিলমুনি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।