রোববার থেকে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐত্যিহাসিক কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে দর্শনাথীদের ভীড়। গত কাল মঙ্গলবার দুপুর হতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদুল-আযাহার লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। খুলনা থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন সবুজ নামে এক দর্শনাথী। তিনি বলেন, অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছা খুব কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। এবার একটু লম্বা ছুটি পেয়েছি তাই এখানে এসেছি। বগুড়া থেকে আসা লিমন জানান, পরিবার পরিজন নিয়ে এসেছি। অবসর সময় কাটানোর জন্য। তিনি বলেন এখানে এসে ভালোই লাগছে। সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোকের সমাগম থাকে প্রচুর পরিমাণে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, দর্শনাথীদের জন্য প্রসাশনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে দর্শনাথীদের সমস্যা যাতে না হয়।