কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভেড়ামারা উপজেলাতেও অনুষ্ঠিত হয় এই বিজয় র্যালি ও শোভাযাত্রাটি। এতে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদ খাঁন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রাণকেন্দ্র ভেড়ামারা শাপলা চত্বর হয়ে উপজেলাতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভেড়ামারা নাগরিক কমিটির প্রধান জান্নাতুল ফেরদৌস টনি, কুষ্টিয়া জেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক বায়েজিদ খান। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।