আওয়ামী লীগ ভেবে বরিশাল মহানগর নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে কৃষক ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার সকালে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসের সমাবেশ শুরুর প্রাক্কালে এ হামলায় নাগরিক কমিটির চারজন নেতাকর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। পাশাপাশি হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নেতৃবৃন্দরা উল্লেখ করেছেন। নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ডা. মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেন। এ সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে কোন কিছু না শুনেই তাদের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন যুবদল নেতা আখতারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা তাদের ব্যানার ছিড়ে ফেলে চেয়ার ভাঙচুর করে। প্রশাসন থেকে সভা করার অনুমতিপত্র দেখানো সত্বেও তারা থামেনি। হামলার ঘটনায় আহত রুমানা বেগম, হাঞ্জালা মৃধা, মেহেদী হাসান ও ডা. মাহমুদা মিতুকে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডা. মাহমুদা মিতু আরও বলেন, এ ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পাশাপাশি হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
হামলার ঘটনায় মহানগর বিএনপির দায়িত্বশীল কোন নেতা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেছেন, তাদের কাছে পূর্বে খবর ছিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করবেন। হয়তো সেই ধারনা থেকেই বিএনপির কেউ দলের কাছে ভাল সাজতে আওয়ামী লীগ ভেবে নাগরিক কমিটির অনুষ্ঠানে হামলা চালিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।