রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় রানীনগর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার দুজন হলেন- নগরের বুলনপুর এলাকার মেহেদী হাসান সুমন (৪০) ও মেহেরচন্ডি এলাকার মো. নয়ন (৪২)। পুলিশ জানায়, এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।